আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি জেনারেল পড়ুয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী।
১।আমাকে মাহরাম ছাড়া দূরে সফর করতে হয় এতে তো আমি গুনাগহগার হচ্ছি। পরিবারের কেউ আমাকে হল পর্যন্ত দিয়ে আসবে না।সহশিক্ষা কন্টিনিউ করার আমার ইচ্ছে নাই।পরিবারের কেউ পড়াশোনা ছেড়ে দেওয়ার কথায় রাজি না।উল্টো আমাকে চাকরি করাতে বাধ্য।আমি কি সহশিক্ষা কন্টিনিউ করব?
২।পরিবারের কারোর তেমন দ্বীনের বুঝ নেই।পড়াশোনা শেষ করে চাকরি করতে বলে।আমি বাসায় পরক্ষোভাবে বলেছি চাকরি না করার কথা।তারা আমাকে অনেক রাগারাগি করে।তাদের মতো করে ভুলিয়ে ভালিয়ে বোঝায় চাকরি করলে মা বাবাকে সাহায্য করতে পারবি।তারা আমাকে আইনি পেশা (সহকারী বিচারক) পদে বা সরকারি যেকোন চাকরি করতে বলে।এটা কি আমার জন্য জায়েজ হবে?
৩।আমি পর্দা মেইনটেইন করার চেষ্টা করি।এক্ষেত্রে বাংলাদেশ প্রেক্ষাপটে সব চাকরিতেই ছবি প্লাস ভাইবাতে মুখ খুলতে বলে।আমি পরিবারকে বোঝাতে চেষ্টা করেছি কিন্তু তারা বুঝে না। কন্ঠেরও যে পর্দা আছে তারা বোঝে না।অতিরিক্ত জোরাজোরি করলে কি আমার চাকরি করা লাগবে?
৪।জেনারেল শিক্ষা দেশ ও জাতির খেদমতের জন্য হতে হয়।কিন্তু আমি যদি ফরমালি পেশার সাথে যুক্ত না হয়।শুধু জানার জন্য কি সহশিক্ষা চালানো জায়েজ হবে?
৫।একজন নারী হিসেবে পরিপূর্ণ পর্দা করে বর্তমান প্রক্ষাপটে বাংলাদেশের মানুষকে আইনি সেবা দিতে পারি?
৬।সত্যিকার অর্থে আমার চাকরির প্রয়োজন নেই আমার অভিভাবক সামর্থবান,কীভাবে চাকরি বিষয়টা এড়িয়ে যাব?
৭।আমি একাডেমিক পড়াশুনাকে তেমন গুরুত্ব দিই না।বিভিন্ন দ্বীনী ইলম অর্জনের চেষ্টা করি।আমি একাডেমিক পড়াশোনা না করে কি পরিবারকে ধোকা দিচ্ছি যদি চাকরিই না করি?
৮।আমি হলে দ্বীনী কাজে যুক্ত আছি।দাওয়াহ,তালিম,কুরআন শেখানো ইত্যাদি।পরিবার যদি সহশিক্ষা না চালানোতে রাজি না হয়।দ্বীনী কাজের নিয়তে কি আমি হলে যেতে পারব পাশাপাশি কোনরকমে জেনারেল পড়াশোনা কন্টিনিউ করতে পারব?
সকল অবস্থা বিবেচনা প্রেক্ষাপটে সহশিক্ষা চালানো আর চাকরি করা আমার জন্য কি জায়েজ হবে?