আমি একটু এই বিষয় কুরআন এর কোন আয়াত থাকলে সেটা জানতে চাচ্ছি, কারন বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে লেখা তাই বিষয় টা বুঝতে কস্ট হচ্ছে, আমি কিভাবে নামায পরলে সহি এবং সুদ্ধ হবে বিস্তারিত বললে উপকার হতো আমার. আমি খুভ ছোট বেলা থেকেই আমাদের এলাকার মসজিদের হুজুরের কাছে নামায পড়া শিখেছি সেখানে আমাদের যেভাবে নামায শেখানো হয়েছে সেটা নাকি সঠিক না, অনেকেই বলছেন পুরুষ নারির নামায সেইম আবার অনেকেই বলছেন নামাযের ভিন্নতা আছে এক্ষেত্রে আমি কোন নিয়মে পরবো? কুরআন এ কি এই বিষয় কিছু বলা আছে?