আসসালামু আলাইকুম,,,,,
মুফতি সাহেব,,,,,
কনো অবিবাহিত ব্যাক্তি,,, বন্ধু দের সাথে গল্প করার সময়,,,, সময় তার এক বন্ধু তাকে বলছিলো অমুক এর বউ পরোকিয়া করে,,,এবং বে পর্দা এ চলাফেরা করে , তার পর ও তার স্বামী তাকে কিছু বলে না,,,,
তখন তার সেই অবিবাহিত বন্ধু বলে যে,, অমুক এর বউ এর মত যদি সে বলছে আমার বউ যদি অমুক কাজ করে ভাত দিমু না,,,,, সরাসরি,,,,,,,,,,, বুঝে নিয়েন হুজুর,,,,,,, ,সে এই কথা বলার কারনে কি তার বিয়ে র পর তার স্তি যদি বিয়ে র পর তার বলা কাজ গুলো করে তার স্ত্রী কি শর্ত যুক্ত হয়ে যাবে,
সে প্রথমে যেই মেয়েকে বিয়ে করবে সেই,,,,, বউ ই কি তার শর্ত যুক্ত হবে,,,, নাকি সে যত মেয়েকে বিয়ে সব বউ তার শর্ত যুক্ত হবে,,,,,,,
প্রথমে যে মেয়েকে,,,, বিয়ে করবে তাকে ও কি দ্বিতীয় বার আবার বিয়ে করতে পারবে নাকি হুজুর দয়া সঠিক ফতোয়া দিবেন সে অনেক চিন্তার মধ্যে আছে