ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাযে সিজদাহ থেকে ওঠার সময় যদি মাটি থেকে ডান পা উঠে যায় তাহলে নামায ফাসিদ হবে না। তবে তিন তাসবিহ পরিমাণ দুনু পা কখনো উঠে গেলে নাামায ফাসিদ হয়ে যাবে।
(২)
নামাযে যদি কিরাতে পাঠে ভুল হয় কিন্তু আমি নিশ্চিত ভাবে যদি না জানি তাহলে আপনার নামায হয়ে যাবে।
(৩)
নামাযে যদি কিরাতের একটি শব্দ সঠিকভাবে শুনতে না পাই(যেমন:আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সময় রাব্বিল শব্দটি শুনতে না পেলে)তাহলে নামায হবে ।কেননা নামাযে ইমামের কেরাত শ্রবণ ওয়াজিব বা ফরয নয়।
(৪)স্কুল থেকে দেওয়া এ্যাসাইনমেন্ট ইউটিউব ভিডিও দেখে লিখলে ধোকা এবং খিয়ানত হবে।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়।(সহীহ মুসলিম-১০২)
অথচ হাদীসে বর্ণিত রয়েছে,হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেন,
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣﻦ ﺍﻟﺘﻤﺲ ﺭﺿﺎ ﺍﻟﻨﺎﺱ ﺑﺴﺨﻂ ﺍﻟﻠﻪ ﺳﺨﻂ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺃﺳﺨﻂ ﻋﻠﻴﻪ ﺍﻟﻨﺎﺱ )
যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর অসুন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়,আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন,এবং মানুষদেরকেও তার উপর অসন্তুষ্ট করে দেবেন।সহীহ ইবনে হিব্বান-২৭৬