আমি ইস্তিহাযার বিষয় সম্পর্কে এতোদিন ভালোভাবে জানতাম না। পিরিয়ড হলে যতোদিন না কালো স্রাব সাদা স্রাব এ পরিবর্তিত না হতো আমি নামায পড়া থেকে বিরত থাকতাম এবং রোযাও রাখতাম না। দেখা যেতো অনেক সময় ১০ দিনের মধ্যে রক্ত পড়া বন্ধ হলেও ১১-১২ দিন পর্যন্ত কালো স্রাব আসতো। তো রোযার সময়ও আমি ১১-১২ দিন নামায ও রোযা থেকে বিরত থাকতাম। এখন ১০ দিনের পরও কালো স্রাব আসলে নামায রোযা দুটোই ফরজ হবে? আর যদি হয় এতোদিন ১০ দিন পরেও যে রোযা রাখিনি তার কাফফারা দিতে হবে বা নামায কাযা করতে হবে?