আসসালামু আলাইকুম। আমার হায়েজের শেষের দিকে একটু কনফিউজড থাকি,পবিত্র হওয়ার ক্ষেত্রে।
৭-৮ দিনের দিকে, প্যাড বা টিস্যুতে বাইরে কোন কিছু আসে না। কিন্তু মাসিকের রাস্তা ভেজা থাকে। সেখানে অল্প একটু টিস্যু টাচ করালে শুধু পানির মতো ডিসচার্জ থাকে। কিন্তু, এক দুই বার হালকা একটু ভেতরে টিস্যু টাচ করালে, হালকা বাদামি /হালকা হলুদ বর্ণের স্রাব থাকে, প্রশ্ন হল, এই যে মাসিকের রাস্তা ভেজা থাকে, বাইরে কিছু আসছে না, কিন্তু, হালকা একটু ভিতরে, ইস্যু দিয়ে চাপ দিলে উপরোক্ত বর্ণের স্রাব আসে। এক্ষেত্রে, পবিত্রতার বিধান কি?সহবাসের বিধান কি?দশ দিন পর্যন্ত অপেক্ষা করব?
দয়া করে তাড়াতাড়ি উত্তর দান করলে, উপকৃত হব।
আর এই পোষ্টটির উত্তর দেয়ার পর, কাইন্ডলি যদি ডিলিট করে দিতেন খুব খুশি হতাম। জাযাকাল্লাহ