আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
একজনকে নিয়ে কয়েকদিন যাবত ইস্তেখারা করছি, যেহেতু পিরিয়ড হচ্ছে শুধু ঘুমেড আগে দুআ পড়ে ঘুমাচ্ছি। আর ঘুমের রুটিন টা একটু বাজে হয়ে গেছে যার জন্য বেশ লেটে ঘুম আসে এবং ফজরেও ঘুমাই একবারে ৯/১০ টার দিকে উঠি
স্নপ্ন ২ বার এমন টাইমেই দেখেছি ৯ টার দিকে বা তার আশপাশে
স্বপ্ন - দেখলাম আমাকে সাজানো হচ্ছে তবে বুঝতে পারছিলাম না কেনো।তারপর একজনের থেকে শুনলাম আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে & আমি তো জানি আমার পরিবারের যেহেতু দ্বীনি জ্ঞান নেই উনারা কেমন ছেলে আনবেন।আমি তো না করছিলাম যে না আমি করবোনা,এটা সেটা।তারপর আম্মর সাথে কথা বলে জানলাম এমন একজন চুজ করেছে যাকে বাস্তবে আমি বাদ দিয়েছিলাম। তখন আমি বলছিলাম তোমরা উনাকে কেনো চুজ করলা, আমাকে এর থেকে কত ভালো প্রপোজাল দেয় জানো? ভালো প্রপোজাল যখন বলছিলাম তখন আমি যার জন্য ইস্তেখারা করছি উনাকে মিন করে বলেছি তবে প্রপোজাল উনি আমাকে বাস্তবে দেন নি, রেজাল্ট পজিটিভ আসলে আমার বায়োডাটা পাঠাবো আমি।
এটা কি আমার ইস্তেখারার সাথে কানেক্টেড?