প্রশ্ন:০১ হায়েজ বন্ধের মেডিসিন খাওয়া যাবে ওমরাহ তে গেলে?
অনেক অনেক সবরের পর ওমরাহ তে যাওয়ার সুযোগ পাওয়ার পর যদি সেখানে হায়েজ দেখা যায় ব্যাপার টা কষ্টের।মন মত ইবাদত করা ব্যাহত হয়ে যায়।তাই কেউ যদি হায়েজ বন্ধের মেডিসিন খায় কোন সমস্যা হবে?
প্রশ্ন:০২ তাওয়াফ রত অবস্থায় বাংলাতে কোন দু'য়া করা যাবে?নিজের কোন চাওয়া পাওয়া কি তাওয়াফ রত অবস্থায় চাওয়া যাবে।
০৩: অনেক আলিম কে বলতে শুনি বিভিন্ন যিকির নির্দিষ্ট পরিমান করা জায়েজ নেই।যেমন এক উস্তাদ বলেছেন ইয়া জামিউ ইয়্যা কারীম প্রতিদিন ৫২৪ বার করে পড়ার জন্য।তো এই রকম পরিমান নির্দিষ্ট করে কোন যিকির করার ব্যাপারে ইসলামী শারীয়াহ কি বলে?