হাতের নখে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার কারণে ডাক্তারের পরামর্শে একটা লিকুইড ইউজ করতে হবে যেটা নখের উপরে এবং ভেতরে স্তর বা আস্তরণ সৃষ্টি করবে , তাহলে কি ওযু হবে? নাকি তায়াম্মুম করতে হবে? আর তায়াম্মুমের মাটি ছাড়া অন্য কোনো মাধ্যমেও কি করা যায়? কেননা তায়াম্মুমের মাটিও হাতের নাগালে নেই।