শরীয়ত সাধারণ অবস্থায় নারীদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। শরীয়ত তাদের ওপর এমন দায়িত্ব আরোপ করে নি, যার কারণে তাদের ঘরের বাইরে যেতে হয়।
আল্লাহ তাআলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)
রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)
নারী মসজিদে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ ﷺ বলেন,وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ ‘তাদের জন্য তাদের ঘর উত্তম।’ (আবু দাউদ ৫৬৭)
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,
মহিলাদের জন্য বাহিরে মোটর সাইকেল চালানো কখনো জায়েয হবে না।চাই পর্দা বা হিজাব সহই হোক না কেন।কেননা মোটর সাইকেল চালানো সম্পূরর্ণরূপে পর্দার খেলাফ।হ্যাঁ নিজ বাসা বাড়ির চার দেয়ালের ভিতর সংরক্ষিত স্থানে,যেখানে কোনো গায়রে মাহরাম পুরুষের উপস্থিতি নেই, এসব স্থানে মহিলারা মোটর সাইকেল চালাতে পারবে।
,
কেননা মূলত বেপর্দা হওয়া হারাম,মোটর সাইকেল চালানো হারাম নয়।
আরো জানুনঃ