১।নিয়মিত তাহাজ্জুদ ইশরাক চাশত, আওয়াবীন সহ অন্যান্য নফল নামাজগুলো আদায় না করলে ।
প্রত্যহ কুরআন তেলাওয়াত না করলে ।
মাসনুন দোয়া গুলি সব না পরলে কিছু পরলে ।
নিয়মিত জিকির করি তবে অল্প ।
বান্দার হক নষ্ট করা থেকে বেঁচে থাকার চেষ্টা করি মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় ।
শরীয়তের সমস্ত বিধান এর উপর আমল চালিয়ে যেতে চেষ্টা করি মাঝে মধ্যে করা হয় না ।
ফরজ ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করি অনর্থক কাজও করি।
এখন কি আমি প্রকৃত মুমিন হতে পারবো না?
২।অনর্থক কাজ করলে কি গুনাহ হবে?