আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। উস্তাজ আমি একজন মেয়ে,অবিবাহিত।আমার বয়স ২৪ এর কাছাকাছি,অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েছি।
আমার বিবাহের জন্য একটি প্রস্তাব এসেছে। পাত্র কামিল পাস এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কুরআন এবং ইসলামিক স্টাডিস এ মাস্টার্স সম্পন্ন করেছে।এখন একটি আলিম মাদ্রাসায় সহকারি মৌলবি হিসেবে চাকরি করছে (যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ানো হয়)।আর্থিক অবস্হা, সামাজিক অবস্হা আমাদের সাথে মিলে।পাত্র পক্ষের প্রায় সবাই মাদ্রাসা শিক্ষিত আর আমরা জেনারেল লাইনের।আমার উচ্চতা ৫ ফুট ২.৫ আর পাত্রের ৫ ফুট ৪।এই প্রস্তাব টি আরো একবার এসেছে আমার আর আমার আব্বুর সম্মতি ছিল।কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের পাত্র পছন্দ হয়নি বিধায় বাদ দিয়ে দেয়া হয়।এখন পাত্রপক্ষ আবার প্রস্তাব পাঠিয়েছে ।
পাত্র যে মাদ্রাসায় চাকরি করে সেখানে সহশিক্ষা আছে এটি একটি বিষয় আবার পরিবারের বেশিরভাগ সদস্য রাজি না এখানে এটি আরেকটি বিষয়।এখন কি সিদ্ধান্ত নিব উস্তাজ যদি একটু পরামর্শ দিতেন অনেক উপকৃত হতাম ইং শা আল্লাহ।