السلام عليكم و رحمة الله و بركاته
আমার যাওজ এর বিয়ের আগে তার একটি বিয়ে ছিলো, এবং কিছু ফিজিক্যাল ছিলো যা আমাকে না জানিয়েই বিয়ে করেন। এবং অতীত সম্পর্কে জানতে চাইলে আল্লাহর কসম বলে মিথ্যা বলেন যে তার আগে বিয়ে হয়নি।
কিন্তু বিয়ের পরবর্তী ৭-৮ মাস পর জানতে পারি তার বিয়েসহ আরো জঘন্য অতীত সম্পর্কে, তা ছাড়াও সে মিথ্যা বলে তার বাবা ব্যাংকে জব করেন। আমি গ্রামে গেলে আমাকে হারাম হালাল মিক্সড খেতে হয়। সবকিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নেই যে তার থেকে আমি ডিভোর্স নিবো।
আর সে ইতিমধ্যেই আমাকে এক তালাক দিয়ে দেয়। এখন আবার টেক্সট দিয়ে ফিরে যাওয়ার কথা বলেন এখন আমি বাবার বাড়ি। তার পরিবারের সাথে এই ঘটনা নিয়ে কথা বলার পর থেকে যোগাযোগ করেন না বা ফোন দিলেও ধরেন না।এইসব আমাকে খুব কষ্ট করে ঘাটাঘাটি করে জানতে হইসে।সে এখন ফিরে যেতে বলেন মাঝ রাতে ফোন দিয়ে কল টেক্সট। এখন কি এই সম্পর্ক আগায় নিবো নাকি বের হয়ে আসবো?
বলে রাখি আমার বয়স আর তার বয়সে অনেক পার্থক্য!
সে আমার ভালোই বড়। আমাকে যেকেউ ই বাচ্চা বলে ডাকে এখনো।
আমার বয়স ১৮+
আমার মাথায় খুব চাপ যাচ্ছে বিয়ের আগে (বাবা মায়ের ঝামেলা দেখে) বিয়ের পর যাওজের এইসব ছোট বড় কর্মকান্ডে।
কোনো সন্দেহ নেই তার দ্বীনদারিত্ব দেখেই বিয়ে করেছিলাম কিন্তু শুধু ফরজ সালাত গুলাই তার মাঝে দেখতে পাই বিয়ের পর ( আর বিয়ের আগে যেভাবে নিজেকে বর্ণনা করেন তার মিল নেই)