আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)

السلام عليكم و رحمة الله و بركاته

আমার যাওজ এর বিয়ের আগে তার একটি বিয়ে ছিলো, এবং কিছু ফিজিক্যাল ছিলো যা আমাকে না জানিয়েই বিয়ে করেন। এবং অতীত সম্পর্কে জানতে চাইলে আল্লাহর কসম বলে মিথ্যা বলেন যে তার আগে বিয়ে হয়নি।

কিন্তু বিয়ের পরবর্তী ৭-৮ মাস পর জানতে পারি তার বিয়েসহ আরো জঘন্য অতীত সম্পর্কে, তা ছাড়াও সে মিথ্যা বলে তার বাবা ব্যাংকে জব করেন। আমি গ্রামে গেলে আমাকে হারাম হালাল মিক্সড খেতে হয়। সবকিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নেই যে তার থেকে আমি ডিভোর্স নিবো।

আর সে ইতিমধ্যেই আমাকে এক তালাক দিয়ে দেয়। এখন আবার টেক্সট দিয়ে ফিরে যাওয়ার কথা বলেন এখন আমি বাবার বাড়ি। তার পরিবারের সাথে এই ঘটনা নিয়ে কথা বলার পর থেকে যোগাযোগ করেন না বা ফোন দিলেও ধরেন না।এইসব আমাকে খুব কষ্ট করে ঘাটাঘাটি করে জানতে হইসে।সে এখন ফিরে যেতে বলেন মাঝ রাতে ফোন দিয়ে কল টেক্সট। এখন কি এই সম্পর্ক আগায় নিবো নাকি বের হয়ে আসবো? 

 

বলে রাখি আমার বয়স আর তার বয়সে অনেক পার্থক্য!

সে আমার ভালোই বড়। আমাকে যেকেউ ই বাচ্চা বলে ডাকে এখনো।

আমার বয়স ১৮+

 

আমার মাথায় খুব চাপ যাচ্ছে বিয়ের আগে (বাবা মায়ের ঝামেলা দেখে) বিয়ের পর যাওজের এইসব ছোট বড় কর্মকান্ডে।

 

কোনো সন্দেহ নেই তার দ্বীনদারিত্ব দেখেই বিয়ে করেছিলাম কিন্তু শুধু ফরজ সালাত গুলাই তার মাঝে দেখতে পাই বিয়ের পর ( আর বিয়ের আগে যেভাবে নিজেকে বর্ণনা করেন তার মিল নেই)

1 Answer

0 votes
ago by (707,490 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রীর সম্মতি ব্যতিতও রাজ'আত বিশুদ্ধ হবে। 
রাজ'আত সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579
لما فى الهدایة:
" وإذا طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها في عدتها رضيت بذلك أو لم ترض " لقوله تعالى: {فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ} [البقرة: 231] من غير فصل ولا بد من قيام العدة لأن الرجعة استدامة الملك ألا ترى أنه سمى إمساكا وهو الإبقاء وإنما يتحقق الاستدامة في العدة لأنه لا ملك بعد انقضائها " والرجعة أن يقول راجعتك أو راجعت امرأتي " وهذا صريح في الرجعة ولا خلاف فيه بين الأئمة."(کتاب الطلاق،باب الرجعة،2/254، ط:دارإحياء التراث العربي)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6275


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামী এক তালাক দিয়েছে, এবং পরবর্তীতে সে আপনাকে ফোন দিয়ে ঘরে নেয়ার কথা বলেছে, এদ্বারা রাজ'আত হয়ে গেছে। আপনি যদি ডিভোর্স নিতে চান, তাহলে নতুনকরে তার কাছ থেকে তালাক নিতে হবে অথবা আপনার তালাকের অধিকার থাকলে আপনি নিজের উপর তালাক গ্রহণ করতে পারবেন।

আপনার তার সাথে সংসার করবেন কি না? এ বিষয়ে আপনার মাতাপিতা এবং নিকটাত্মীয়দেরকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...