কোন মানুষের টানা ১ বছর তালাকের ওয়াসওয়াসায় আক্রান্ত হওয়ার পর, ২ বছর সুস্থ থাকার পর যদি আবার ওয়াসওয়াসা আসে মানে সব প্রশ্ন করা হয়েছিল কিনা, নাকি কিছু বাকি ছিল, সব বুঝানো হয়েছিল কিনা,আর সবকিছুর উত্তর পাওয়া হয়েছিল কিনা এসব নিয়ে তাহলে কি করা উচিত।মাঝে মাঝে মনে আসে তার সব করা হয়েছে হয়ত আবার মনে আসে না হয়ত।মাঝে মাঝে কিছু প্রশ্ন মনে আসে হয়ত করা হয়ে থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি আর প্রশ্ন না করে মারা যায় আল্লাহ মাফ করবে কিনা ও ভয়ে কি করা উচিত?