১।আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন ব্যাক্তি প্রায় ২ মাস ধরে কিছু বিষয় নিয়ে ওয়াসওয়াসায় আক্রান্ত হলে।সে ব্যাক্তি ফজরের নামাজের পর যদি স্বপ্নে দেখে সে মাথা থেকে চিরুনি দিয়ে বড় উকুন ফেলছে আর মারতেছে।কিন্তু ফজরের পর নামাজ পড়ে ৩ কুল পড়ে, আয়াতুল কুরসি পড়ে,সূরাহ ফাতিহা,সাই্যায়াদুল ইসতেগফার পড়ে সুয়া হয়েছিল।কিন্তু স্বপ্ন ভাঙার পর নিজেকে চিত অবঅবস্থায় দেখা যায় মনে হয়।দীর্ঘ দিন ধরে চিন্তিত সব কিছুতে ওয়াসওয়াসা।