আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
5 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলইকুম ।

আমার মনে হয়, আমার স্বামী আমার হক ঠিকমতো আদায় করেন না বা আদায় করার চেষ্টাও  করেন না। আল্লাহর হকের প্রতিও তিনি সচেতন নন! আমার স্বামী সম্পর্কে কিছু প্রশ্ন ছিল। বিষয়গুলো কার কাছে বললে ভাল হবে বুঝতে পারছি না । এ ক্ষেত্রে আমি আমার প্রিয় মাদ্রাসার ওস্তাদদেরকেই একমাত্র বিশ্বস্ত মনে করছি। এ দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার আপন কেউ নেই। আলহামদুলিল্লাহ।

১/ আমার স্বামী সকালে অফিসে যান সন্ধ্যার পর বাসায় আসেন। বাসায় আসার পরেও আমার সাথে ঠিকমতো কথা বলেন না , উনার কাজ থাকে তাই ( উনি একজন ওয়েব ডেভেলপার, কম্পিউটারে কাজ করেন) । কিন্তু ঠিকই কাজের সময় মুভি, মিউজিক , নিউজ এগুলো দেখেন। আমি  ওনাকে যতই এগুলো ছাড়তে  বলি,  অনুরোধ করি, উনি ছাড়েন না! আমি কাজের মাঝে উনাকে কোন প্রশ্ন করলে, কোন কথা জিজ্ঞাসা করলে , উনি রেগে যান। বলেন , আমি নাকি ওনাকে বুঝি না! ডিস্টার্ব করি কাজের মাঝে! সেটা কোন গুরুত্বপূর্ণ কথা হলেও। আমরা ঢাকায় থাকি। ভাড়া বাসায়। এখানে উনি ছাড়া আমার আর কে আছে, যার সাথে আমি কথা বলব? আমি বাসায় একা থাকি। আমাদের রুমটা আগে অনেক আলো পূর্ণ থাকলেও,  এখন পাশে বিল্ডিং তুলে ফেলায় পুরোপুরি অন্ধকার হয়ে গেছে! আমার বাসায় থাকতে অনেক কষ্ট হয়! হয় অন্ধকারের মাঝে থাকা লাগে,  না হলে সারাদিন লাইট চালিয়ে থাকা লাগে। বাহিরে নন মাহরাম রা থাকে অন্য রুমের , ওনারা আসা-যাওয়া করেন। তাই বের হতে পারি না তেমন। আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। বারবার বলতে বলতে যখন রাগ করি, কান্না করি , তখন বাসার পাশে নিয়ে যায় কয়েক মিনিটের জন্য মাত্র । তাও  তাড়াহুড়ো করতে থাকে বাসায় চলে আসার জন্য। আমার বাবার বাড়িতেও নিয়ে যায় না। প্রায় আড়াই বছর আগে গিয়েছিলাম আর নিয়ে যায়নি মাঝে । আর গত আগস্ট মাসে আমার নানী মারা যাওয়াতে একবার নিয়ে গিয়েছিল , তাও একদিন ছিলাম মাত্র। আমার বাপের বাড়ি নোয়াখালী, তাই যাওয়ার সুযোগ নেই। উনি আমাকে নিয়ে যায় না, যেতেও দেয় না। কারণ ওনার আর্থিক সমস্যা আছে। আমাদের বাড়িতে যেতে নাকি উনার অনেক অনেক টাকা খরচ করা লাগবে, এইজন্য! আমার যে কষ্ট হয় , উনি তো বুঝতে পারেন না, যতই বলি , যতই কান্না করি না কেন!
আমার কাছে মনে হচ্ছে এভাবে থেকে , আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি! আমার  দম বন্ধ হয়ে আসছে!   এক্ষেত্রে আমার কি করনীয়? আমি কি উনার অনুমতি ছাড়া ঢাকার মধ্যে কোথাও একা যেতে পারবো, কিছু সময়ের জন্য?!   ( যদিও আমি আমাদের আর্থের সমস্যার কারণে টিউশনি করাই , পড়িয়ে বাসায় চলে আসি, অন্য কোথাও যাই না, টিউশনি করানোর অনুমতি দিয়েছেন, কিন্তু কোথাও একা  যাওয়ার অনুমতি নেই। টিউশন শেষে বাসায় আসার সময় কখনো যদি আমার ভয় লাগে , বা কোনো সমস্যায় পড়ি, উনাকে যদি বলি আমাকে নিয়ে যেতে, মাঝে মাঝে নিয়ে আসেন, তবে  প্রায়ই উনি আলসেমি করেন, অজুহাত দেখায়,  চেষ্টা করেন না যাওয়ার জন্য।  ) ।
২/ উনি ঠিকমতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না! নামাজের কথা বারবার বললেও তিনি শুনেন না। আমি অনেক বেশি মন খারাপ করলে, উনি বলেন উনি নাকি বাহিরে থাকলে, অফিসে থাকলে নামাজ পড়েন , বাসায় নাকি উনার পড়তে ভালো লাগে না বা আগ্রহ কাজ করে না। এক্ষেত্রে আমার করনীয় কি?
৩/আচ্ছা এমন স্বামী, যিনি আল্লাহর হক আদায় করেন না ঠিকমতো।  আমার হক সম্পর্কেও সচেতন নন, এমন স্বামীর সংসার করলে আমি কি গুনাহগার হবো ? যদিও ওনার সাথে থেকে আমার ঈমান দুর্বল হয়ে যায় মাঝে মাঝে , বুঝতে পারি আমি। উনি আমার কাছে দ্বীনের বা জান্নাতের সঙ্গী নয় শুধু মাত্রই দুনিয়ার সঙ্গী। উনি আমাকে দ্বীন পালনে কোন বাধা দেন না , বরং আমি কোন কিছুতে ত্রুটি করলে উনি রাগ করেন।  এটা প্রশংসনীয়। কিন্তু আমার প্রশ্ন , উনি যদি মিথ্যা কথা বলেন, ওয়াদা ভঙ্গ করেন, মানুষের হক এবং স্ত্রীর হক, আল্লাহর হক  সম্পর্কে সচেতন না থাকেন,  নিজের জেদ এবং রাগের উপরই থাকেন, বদমেজাজি হন, আমার কি ওনার সাথে সংসার করা উচিত?
আর সংসার করলে কি আমার গুনাহ হবে?

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...