১। কোন মানুষ অন্য মানুষের এমনিতে কথার রিপ্লে দিতে গিয়ে মেসেজে আচ্ছা লিখতে চেয়ে হঠাৎ তালাকের ওয়াসওয়াসা আসার কারনে অর্ধেক লিখে কেটে দিয়ে আবার লিখে।এমনিতে কথার রিপ্লাই হিসেবে।এতে কি কোন সমস্যা হয় বৈবাহিক?
২।কোন মানুষ মাসআলা জানার জন্য যদি মানে তালাকের মাসআলা জানার জন্য প্রশ্ন করার সময় শব্দটা লেখার সময় ওয়াসওয়াসা আসে আবার কেটে দেয়।আবার লেখে বা অন্য শব্দ লেখে তাহলে কি কোন সমস্যা হয়?উদ্দেশ্য যদি হয় শুধু মাসআালা জানতে চাওয়া।
৩।কাউকে কোন কথা বুঝানোর মুখে বা মেসেজে সময় ও এমন কারো হলে কি কোন সমস্যা হয় ২ নং এর মত?
৪।কোন প্রশ্ন করার সময় বা কাউকে কথা বুঝানোর অন্য প্রশ্ন থেকে কপি করে এনে এরকম ফতোয়া।যতটুকু লাগে রেখে বাকি অংশ কেটে দিলে কোন সমস্যা হয়? যেমন কোন প্রশ্নে লেখা আছে কোন মানুষ তালাক দিছে কিন্তু যে কপি করে আনতেছে সে ঐ লেখাটা কেটে যতটুকু তার লাগবে ততটুকু রাখলে?
এসব বিষয়ে জানার জন্য।