আমি একজন ডিজাইনারকে এডবি ইলাস্ট্রেটর দিয়ে দুইটি লোগো বানানোর জন্য কাজ দিয়েছি। তবে শর্ত হচ্ছে - এডবী ইলাস্ট্রেটর সফটওয়ারটি অবৈধ ভাবে ইউজ করে লোগো বানানো যাবে না যেমন: সফটওয়ারটির ক্র্যাক বা মডিফাইড ভার্সন কিংবা শেয়ার্ড একাউন্ট ইউজ করে বানানো যাবে না। কারণ এই দুইটা পদ্ধতি কোম্পানির মালিক ইউজ করা illegal করেছে। ইউজ করতে হলে তাকে কিনে ইউজ করতে হবে।
এখন সেই ডিজাইনার এক জায়গা থেকে 500 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনেছে এক মাসের জন্য সেটা ছিল শেয়ার্ড একাউন্ট। এখন তিনি জানতেন না এটা যে অবৈধ। যার থেকে কিনেছে তারা বলেছে এটা বৈধ। কিন্তু সফটওয়ারটির মালিক এটা অবৈধ করেছে।
তারসাথে আমার কথা ছিল সে আমাকে বৈধ ভাবে সফটওয়ারটির ইউজ করে দুইটা লোগো বানিয়ে দিবে কিন্তু সে অবৈধ ভাবে সফটওয়ার ইউজ করে লোগো বানিয়ে দিয়েছে।
প্রশ্ন - 01: লোগো বানানোর জন্য আমার কাছ থেকে যে ৮ হাজার টাকা সে নিলো এটা কি তার জন্য হালাল হয়েছে নাকি হারাম? সে কাজ শুরুর পূর্বে যে ওয়াদা দিয়েছে সেই অনুযায়ী করে নি কাজ।
প্রশ্ন - 02: সফটওয়ারটির অবৈধ ভাবে ইউজ করে আমাকে যে দুইটা লোগো বানিয়ে দিলো সেটা যদি আমি ইউজ করি তাহলে কি আমার গুনাহ হবে? সেই দুইটা লোগো ইউজ করা কি হারাম হবে?