আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। এই প্রশ্নটা শুধু জানার জন্য।
কোন স্বামী বিয়ের আগে যদি স্ত্রীকে তালাক দেয়।মানে ধরেন নিজেরা নিজেরা কারো সামনে না এমনিতে কবুল বলে বিয়ে করলে।পরে স্বামী তালাক দিলে।বিয়ের পর এমনিতে মাসআলা বুঝানোর মত করে যদি বলে স্ত্রী জিজ্ঞেস করায় যে ওটা হলেও আরো ২ টার মালিক এখনো। তারা কেউ যদি মাসআলা না জানে।এভাবে মাসআলার মত করে বললে কি কোন সমস্যা হয়?তখন শুধু বুঝাতে চায়লে কি কোন সমস্যা হয় বুঝালে?
এটা এমনিতে জানার জন্য।