জবাব
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো অন্যের সম্পদ তার অনুমতি ব্যাতিত ব্যবহার করা জায়েজ নেই।
অন্যের খাবার তার (মালিকের) অনুমতি ব্যাতিত খাওয়া জায়েজ নেই।
হাদীস শরীফে বর্ণিত হয়েছেঃ
وَعَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَالدَّارَقُطْنِىِّ فِى الْمُجْتَبٰى
আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়। (বায়হাক্বী- শু‘আবুল ঈমান, দারাকুত্বনী- মুজ্তাবা)
সহীহ : আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২,মিশকাতুল মাসাবিহ ২৯৪৬।)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি কর্তৃপক্ষ বা যারা টাকা দিয়ে খায়, তাদের অনুমতি সাপেক্ষে এই খাবার নিয়ে আসা হয়,তাহলে সেটি খাওয়া জায়েয আছে।
বেঁচে যাওয়া ভাতের ছুরতে যদি কর্তৃপক্ষ বা মালিকদের মৌন সমর্থন থাকে,নিষেধাজ্ঞা যদি না থাকে,তাহলে তা খাওয়া জায়েয আছে।
,
কিন্তু তাদের পক্ষ থেকে যদি নিষেধাজ্ঞা থাকে, অনুমতি না থাকে , তাহলে তাহা খাওয়া যাবেনা।
,
তবে তার যেসব বান্ধবী মিলের খাবার টাকা দিয়ে খায়, তাদের কয়েকজন যদি অনুমতি দেয় যে আমাদের অংশের বেঁচে যাওয়া ভাত খেতে পারেন,তাহলে সেই ছুরতে তাহা খাওয়া যাবে।