আসসালামু আলাইকুম, উস্তায।
প্রায় এক সপ্তাহ আগে আমার বিয়ে হয়েছে। বিয়ের ৩/৪ দিন পর স্ত্রী তার অতীতের হারাম সম্পর্ক সম্পর্কে আমাকে জানায় যে তার প্রায় ১ বছর সময় যাবত হারাম সম্পর্ক ছিলো। আমি কিচ্ছু জিজ্ঞেস না করা সত্ত্বেও উনি নিজে থেকেই আমাকে জানিয়েছে। স্বাভাবিকভাবেই এটা জানার পর আমি মন থেকে অনেক কষ্ট পেয়েছি। এটা বুঝার পর স্ত্রী পাগলের মতো কান্না করছে আর আফসোস করছে যে সে এটা কেনো বললো। এমনকি সে আমার পায়ে ধরে মাফ ও চেয়েছে। সে বলছিলো এটা প্রায় ৬ বছর আগের কথা আর সে দ্বীনে ফিরেছে প্রায় ৪ বছর যাবত, তাই সেটার কোনো বিন্দুমাত্র প্রভাব ও তার মধ্যে অবশিষ্ট নেই। দ্বীনদারিত্বের দিক থেকে তার কোনো তুলনাই নেই। পাশাপাশি এই কয়দিনের অভিজ্ঞতা থেকে বলবো, সে স্ত্রী হিসেবে খুবই ভালো, এবং স্বামীর আনুগত্যের ব্যাপারে সে বিন্দুমাত্র কোনো কমতি রাখেনি। সে তার সম্পূর্ণটুক উৎসর্গ করে দিয়েছে আমার জন্য।
এখন আমার প্রশ্ন হলো, এতকিছু সত্ত্বেও তার হারাম সম্পর্কের কথা শুনার আমার মন অনেকটাই তার থেকে দূরে সরে গিয়েছে। হাজার চেষ্টা সত্ত্বেও আমি কোনোকিছু স্বাভাবিকভাবে নিতে পারছি না। আমার স্ত্রীর উপর আমার প্রচুর রাগ হচ্ছে কিন্তু আমি অনেক কষ্টে ধৈর্যধারণ করে আছি। পাশাপাশি সে তার সম্পর্কের ব্যাপারে যে বর্ণনা দিয়েছে সেটাও বারবার মাথায় ঘুরছে। স্ত্রীকে দেখলে সেটা বারবার মনে পড়ছে। উস্তায, এখন এই অবস্থায় আমার করনীয় কি?