আসসালামু আলাইকুম। আমার নানুর বয়স ৭৪ বছর। তবে হার্টের সমস্যা, বিভিন্ন অপারেশন, ডায়াবেটিস এসব নানা রোগে তিনি সারাবছর অসুস্থ থাকেন। অনেক কষ্টে আল্লাহর রহমতে ফরজ রোজা রাখেন।তিনি জানতে চেয়েছেন আগে প্রতি রোজায় মাসিকের কারণে যেসব রোজা রাখতে পারেন নি সেগুলো কাজা রাখার বিষয়ে জানতেন না তাই রাখেন নাই। এখন এত বছরের জীবনে কতগুলা রোজা ভাংতি হয়েছে মাসিকের কারণে সেই হিসাব ও নেই, সেই রোজা কাজা রাখার শারীরিক অবস্থাও নেই।
এই ক্ষেত্রে বিধান কি? সেই রোজাগুলোর কাফফারা কি হবে?