আসসালামু আলাইকুম।
অনলাইন থেকে নতুন কাপড় কিনে হাতে পাওয়ার পর চেক করে সাইজ ছোটো বড় হওয়ার সমস্যা পাই এবং সেটা পরিবর্তন করার প্রয়োজন হয়। বিক্রেতা সেটি পরিবর্তন করে দিবেন বলেছেন যদি অব্যহৃত বা ব্যবহার না হয়ে থাকলে। ব্যবহৃত হলে পরিবর্তন করে দিবে না। তবে ট্রায়াল হলে সমস্যা নাই।
কিন্তু আমি ইতোমধ্যে কয়েকদিন তা পড়েছি। এখন যদি তা পরিবর্তন করে নেই তাহলে প্রতারণা করা হবে বা হক মারা হবে??
আর যদি আমি যদি সেই কাপড় পরিবর্তন করে নতুন কাপড় নেই, এবং তাদের কে ঐ কাপড় পরিধান করার জন্য কাপড়ের অর্ধেক দাম পরিশোধ করে দেই (যেহেতু তারা সেটা পুনরায় নতুন কাপড়ের দামেই পুনরায় বিক্রি করবে)
তাহলে আমি কি দায় মুক্ত হবো??? নাকি আমাকে কাপড় পরিধান করার জন্য ঐ কাপড়ের পুরো মূল্য পরিশোধ করতে হবে।