৷স্ত্রী সবসময় টিপ পড়ে বড়,হয়ত কিছু ইসলামের নিয়মের বাইরে পোস্ট করে আল্লাহ জানে, সন্তান টেটু করে মানে এসব দেখে বলে ফেললে? এসব দেখে কথার ছলে বলে ফেললে? যে বলেছে সেও ইসলাম মানে কিন্তু এদেরকে এমন বললে? যারা সুন্দর করে মানে তাদের বলে না, বলে এভাবে বলা যায় না।বুঝাতে গেলে উল্টা বলতে পারে তাই বুঝানো ও না গেলে তার কি গুণাহ হবে? ঈমান থাকবে?
মানে ঐ যে গানের টিচার রাখা যাবে না বলে আন্দোলন করার কারণে হয়ত সেটার বিরুদ্ধে বলতেছে,আরো এ ধরনের অনেক কিছু কিন্তু মুসলিম। এটার কারণে বলে ফেললে রাগে।
যে বলেছে ইসলাম নিয়ে গভীর চিন্তার মানুষ না কিন্তু যতটুকু জানে ইসলাম নিয়ে এর বিপক্ষে কথা বলার কারণে এমন বললে?