আসসালামু আলাইকুম
আমি আমার স্বামীর সাথে ইতালি থাকি। নভেম্বরে বাংলাদেশে আসবো। তবে আমাদের ইচ্ছা সৌদি আরব হয়ে আসবো উমরাহ করে। ট্রানজিট ভিসাতে উমরাহ করে চলে আসবো, কাবা শরীফ, মদিনা দেখার ইচ্ছা পূরণ হয়ে যাবে।
কিন্তু সমস্যা হলো আমার ছেলের এখনো সুন্নতেখাতনা করা হয়নি। দেশে যেয়ে করাবো এমন প্ল্যান আছে। এই অবস্থায় কি ওকে নিয়ে ওমরাহ করানোতে কোনো অসুবিধা / নিষেধাজ্ঞা আছে কোনো? বয়স ৪ বছর ৭ মাস রানিং।