আসসালামু আলাইকুম।
আমাদের বাসায় পা ধোয়ার জন্য সিংক নেই। আবার বাথরুমও খুব নাপাক থাকে তাই কোথাও বসে যে ধুব এটা কঠিন।
১. এখন পা ধোয়ার সময় কি স্যান্ডেল থেকে পা খুলে পায়ের পাতা ধুয়ে আবার স্যান্ডেল পরতে হবে, নাকী স্যান্ডেল পরা অবস্থাতেই পা নাড়াচাড়া করলেই পায়ের পাতায় পানি চলে যাবে? এতদিন আমি পা বের করে ধুইনি।
এখন হঠাৎ এটা মাথায় আসায় দেখা যায় পানি নষট করা শুরু করেছি, পা স্যান্ডেল থেকে বের করে ধুই, আবার স্যান্ডেলটা আলাদা করে ধুই, আবার একসাথে ধুই। এদিকে দাঁড়িয়ে পায়ে মগ দিয়ে পানি ঢালতে গেলে একপা থেকে বাথরুমে পানি পড়ে সেখন থেকে আরেক পায়ে ছিটা লাগে৷ এক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করা যায় একটু পরামর্শ দিবেন।