আসসালামু আলাইকুম।
আমার হাজব্যান্ড স্টুডেন্ট। টিউশনি করায়।
যা ইনকাম হয় তা শেষ হয়ে যায়। কোন টাকা গোছানো হয় না। এবং ১ লাখ টাকার ঋণ আছে আমার হাজব্যান্ড এর।
আমার কাছে ৪ ভরি স্বর্ণ ও ৩ ভরি রৌপ্য আছে। এ অবস্থায় কি আমাদের যাকাত আসবে?
যদি যাকাত আসে তাহলে তা কিভাবে আদায় করবো? যেহেতু কোন প্রকার টাকা গোছানো যায় না এবং ঋণ আছে।