আসসালামু আলাইকুম উস্তাজ। নিচের প্রশ্নের উত্তর দেয়ার অনুরোধ।
কাল বিকেলে ঘুমিয়েছি, আর তখন স্বপ্নে দেখছি যে, আমি নানুর বাসায় আছি। (যেখানে বিয়ের পর আর যাওয়া হয়নি) ইফতারের সময় হয়েছে, কেন জানি আমার লেইট হয়ে গিয়েছে, আমি আসতে আসতে সবার ইফতার করা শেষ। তো মামি আমাকে ছোলার সাথে মিষ্টির মতো কিছু একটা মিক্স করে দিয়েছে। আমি সেগুলো খেতে চাচ্ছি না কিন্তু মামি আমাকে ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছে যেন আমি এটা আমি খাই। এরপর আমি অভিনয় করছি আর মনে মনে ভাবছি ইশ সবার সাথে খেলাম না কেন, আরেকটু আগে আসতাম। এবং বুঝতে পারছি যে আমি খেতে না চাইলেও কিছুটা অংশ আমি খেয়ে ফেলেছি। এরপর আমি বাসায় আসার জন্য অস্থির হয়ে যাই, আর ভাইকে বলছি ভাই আমাকে এখান থেকে নিয়ে চল। আদতে আমার আপন কোনো ভাই নেই।
এটার উত্তর দেয়ার অনুরোধ উস্তাজ। জাযাকাল্লাহ।