আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমরা জানি, সাধারণভাবে গায়েবানা জানাযা পড়া জায়েজ নয়, বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া। যেমন, এমন কোনো স্থানে মুসলিম মারা গেলে যেখানে তার জানাযা পড়ার মতো আর কোনো মুসলিম ছিল না এবং জানাযা ছাড়াই তাকে দাফন করা হয়—তখন গায়েবানা জানাজা পড়া যায়।
সম্প্রতি সৌদি আরবের প্রখ্যাত আলেম ও গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ (রহি.) ইন্তেকাল করেছেন। তার গায়েবানা জানাযা পবিত্র দুই মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়। আমি নিজেও মসজিদে নববীতে উক্ত জানাযার নামাজে শরিক হয়েছিলাম।
এমতাবস্থায় আমার প্রশ্ন হলো—
১. এই গায়েবানা জানাযার নামাজ কি সহিহ হয়েছে?
২. কোন পরিস্থিতি বা শারঈ দলিলের ভিত্তিতে এই জানাযার নামাজ পড়ানো হলো?
৩. কোরআন ও হাদিসের আলোকে এর সঠিক হুকুম কী?
জাযাকুমুল্লাহু খাইরান।