আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
উস্তায
https://ifatwa.info/127896/ এই প্রশ্নটা পড়ে পুনরায় আমার নিচের সমস্যা টা পড়ে উত্তর দিলে মুনাসিব হয় ইং শা আল্লহ ।
উপরোক্ত সমস্যায় রক্ত--পুঁজ তো নির্গত হচ্ছেই উপরন্তু রক্তাক্ত একটু ছোট মাংস বেরিয়ে আছে, মানে সারাটা সময় অপবিত্রতা ধরা যায় । বগলের মাঝখানে হওয়ার কারণে সবসময় চাপ পড়ে হালকা পানি বের হয়ে থাকে সবসময়, ডাক্তারের কাছে এখনই যাওয়া সম্ভব না । এই কয়দিন নামাজ কুরআনের মাসআলা কেমন হবে একটু জানালে মুনাসিব হয় উস্তায ।