সম্প্রতি আমি একটি সফটওয়্যার ফার্মে চাকুরির ইন্টার্ভিউ দিই। তারা আমাকে জানায় তাঁদের একটি সফটওয়্যার প্রোডাক্ট যার ব্যবহারকারী হচ্ছেন বিভিন্ন লোন দাতা প্রতিষ্ঠান। যারা সফটওয়্যার ব্যবহার করে এইসব লোন, সুদের হিসাব রেকর্ড রাখেন। আমার কাজ হচ্ছে সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে যদি কাস্টমার কোনো সমস্যার সম্মুখীন হোন তাকে সহযোগিতা করা বুঝিয়ে দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। যদি কোনো টেকনিক্যাল সমস্যা সফটওয়্যারে থাকে সেটা সফটওয়্যার ডেভেলপার যারা বানিয়েছে তাঁদেরকে জানানো, প্রয়োজনে টেস্ট করা যে ঠিকমতো কাজ করছে কিনা। এই পজিশনে আমার চাকুরি করা জায়েজ হবে কিনা? বা এমন কোনো উপায় আছে কিনা হারাম ও হালাল টাকা আলাদা রেখে হারামটা সাদাকাহ করে দেওয়া। যেমন কতোজনকে লোন প্রোডাক্টের সার্ভিস দিলাম সেগুলো মাসিক টোটাল সেবার পরিমাণ দিয়ে ভাগ করে সাদাকাহ করে দেওয়া। এরকম বা কি উপায় থাকতে পারে? যেহেতু তাঁদের আরো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের জন্যই ব্যবহারকারীদের সাপোর্ট দিতে হবে।