(একজন আমার কাছে তার মাসআলা জানতে চাইলেন)
বউ শ্বাশুড়িকে খাবারের খোটা দিতে দিতে বললো, 'আজকের পর থেকে আমার ঘরের খাবার তোমার জন্য হারাম।' এক মাস সেই শাশুরি সে ঘরে খান নাই। এখন মেহমানের আগমনে উনাকে দাওয়াত দেওয়া হয় সে ঘরে, শাশুরি এখন জানতে এসেছেন, সেই ঘরের খাবার তিনি খেতে পারবেন কি না?