আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। পড়ালেখার সময় ডারউইনের মতবাদ, আগের মানুষ ইশারায় কথা বলত,ইত্যাদি ইত্যাদি পড়ার সময় ওটার মত ওটা কল্পনা করে পড়লে।ইসলামের সবকিছু মানে কিন্তু এসব মাথায় কোনদিন না আসার কারণে মানে এগুলো তহ সম্ভব না এমন চিন্তা না আসার কারণে কেউ পড়লে।পর অনেক পর বিয়ের ও অনেক পর মাথায় আসলে সবকিছু নিয়ে ভাবার পর তাহলে কি কোন সমস্যা হবে?ইসলামের বিপক্ষে কথা বলবে এমন না মরে গেলেও।বিয়ে ঠিক থাকবে?বিয়ের পর ও এমন রিলস ফেসবুকে দেখার পর ও মাথায় না আসলে মানে এটা তহ ইসলামের সাথে যায় না। পরে বুঝ আসার পর তওবা আর ইসতেগফার পড়লে কি হবে?