আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার অনলাইনে (ordhekdeen.com) এ একটা বায়োডাটা পছন্দ হয়েছে তবে একটু কনফিউশানের মধ্যে আছি।
পাত্রের-
১)উনার বোন জব করেন ২)পরিবারে দ্বীনি পরিবেশ কেমন এখানে বলেছেন সবাই ৫ ওয়াক্ত নামায পড়েন & ইসলামি রুলস মেনে চলেন (কিন্তু আলাদাভাবে বলনেনি মাহরাম মেইনটেইন হয় কিনা,পর্দা করেন কিনা পরিবারের মেয়েরা,,, তবে উনি করেন সেটা বলেছেন। ৩) উনি ওয়াইফকে জব করতে দিবেন তবে কোনো শর্ত দেননি ৪)উনি ননমুসলিম দেশে পড়তে যাবেন, সেটেল হবেন কিনা বলেননি৷ ৫) উনি ইন্জিনিয়ার ইনকাম আমার হালাল মনে হয়েছে তবে উনি আলাদা করে উল্লেখ করেন নি৷ ৬) উনি নিজেকে মধ্যবিত্ত বলছেন তবে উনাদের ফ্ল্যাট আছে, জমি আছে & আমি জানি আমাদের স্ট্যাটাসও মধ্যবিত্ত তবে ফ্ল্যাট নেই, নিজস্ব ১ তলা ছাদসহ বাসা আছে যা ফ্ল্যাট সমতুল্য হওয়ার কথা না & জমি আছে। কুফুর ব্যাপারটা ঠিকই লাগছে তাও শিউর বুঝতে পারছিনা
উনার বায়োডাটা পড়ে মনে হলো উনি দ্বীন পালনের চেষ্টা করেন & পরবর্তীতে আরো ইম্প্রুভ করতে চান
এখন, আমার এই বিষয়গুলোতে একটু প্রবলেম হচ্ছে, উনার থেকে কনফার্ম হতে গেলে ১০০ টাকা দিয়ে আগে যোগাযোগের তথ্য কিনতে হবে। পরে যদি কিনে দেখি আগাচ্ছেনা,,
*তাই আগে কিভাবে ডিসিশন নিবো উনাকে নিয়ে ভাববো কিনা?
*ইস্তেখারা করলে কোন ভাবনা মনে রেখে করবো?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250923_122832_343.sdocx-->