আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
46 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার অনলাইনে (ordhekdeen.com) এ একটা বায়োডাটা পছন্দ হয়েছে তবে  একটু  কনফিউশানের মধ্যে আছি।

পাত্রের-
১)উনার বোন জব করেন  ২)পরিবারে দ্বীনি পরিবেশ কেমন এখানে বলেছেন সবাই ৫ ওয়াক্ত নামায পড়েন & ইসলামি রুলস মেনে চলেন (কিন্তু আলাদাভাবে বলনেনি মাহরাম মেইনটেইন হয় কিনা,পর্দা করেন কিনা পরিবারের মেয়েরা,,, তবে উনি করেন সেটা বলেছেন। ৩) উনি ওয়াইফকে জব করতে দিবেন তবে কোনো শর্ত দেননি ৪)উনি ননমুসলিম দেশে পড়তে যাবেন, সেটেল হবেন কিনা বলেননি৷  ৫) উনি ইন্জিনিয়ার  ইনকাম আমার হালাল মনে হয়েছে তবে উনি আলাদা করে উল্লেখ করেন নি৷  ৬) উনি নিজেকে মধ্যবিত্ত বলছেন তবে উনাদের ফ্ল্যাট আছে, জমি আছে & আমি জানি আমাদের স্ট্যাটাসও মধ্যবিত্ত তবে ফ্ল্যাট নেই, নিজস্ব ১ তলা ছাদসহ বাসা আছে যা ফ্ল্যাট সমতুল্য হওয়ার কথা না & জমি আছে। কুফুর ব্যাপারটা ঠিকই লাগছে তাও শিউর বুঝতে পারছিনা

উনার বায়োডাটা পড়ে মনে হলো উনি দ্বীন পালনের চেষ্টা করেন & পরবর্তীতে আরো ইম্প্রুভ করতে চান

এখন, আমার এই বিষয়গুলোতে একটু প্রবলেম হচ্ছে, উনার থেকে কনফার্ম হতে গেলে ১০০ টাকা দিয়ে আগে যোগাযোগের তথ্য কিনতে হবে। পরে যদি কিনে দেখি আগাচ্ছেনা,,

*তাই আগে কিভাবে ডিসিশন নিবো উনাকে নিয়ে ভাববো কিনা?

*ইস্তেখারা করলে কোন ভাবনা মনে রেখে করবো?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250923_122832_343.sdocx-->

1 Answer

0 votes
by (716,130 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِنْ لَا تَفْعَلُوهُ تَكُنْ فِتَنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ»
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের নিকট কেউ বিবাহের প্রস্তাব পাঠায়, তখন দীনদারী ও সচ্চরিত্রের মূল্যায়ন করে বিবাহ বন্ধনে আবদ্ধ কর। যদি তোমার তা না কর, তাহলে দুনিয়াতে বড় রকমের ফিতনা-বিশৃঙ্খলা জন্ম দেবে। [তিরমিযী ১০৮৪, ইবনু মাজাহ ১৯৬৭, ইরওয়া ১৮৬৮]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উনার বায়োডাটা পড়ে যদি আপনার মনে হয় যে, উনি দ্বীন পালনের চেষ্টা করবেন এবং পরবর্তীতে আরো ইম্প্রুভ করতে চান, তাহলে আলোচনা আগাতে পারেন। 

আপনি যতগুলো অস্পষ্টতা উল্লেখ করেছেন, সেগুলো দূর করার জন্য কনফার্ম হতে ১০০ টাকা খরচ করে নিবেন। আপনার বিবরণ মতে ছেলে আর্থিক অবস্থা আপনাদের মতই বা কিছুটা উন্নত। এদ্বারা কুফুর খেলাফ হবে না। কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...