আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
একটু সিদ্ধান্তহীনতায় ভোগছী তাই প্রশ্নটি করা।
আমার বিয়ের কথা বার্তা চলতেছে। আমার পরিবারের ব্যাপেরে বলতে গেলে তারা দ্বীন সম্পর্ক তেমন কিছুই জানেনা। এখানকার পাএী দেখানো বিয়ে,,ইসলামি শরীয়ত মোতাবেক হয়না। তাই আল্লাহর কাছে অনেক আগে থেকে দোয়া করতেছিলাম যাতে আমার বিয়েটা
সহজ হয়। এবং একজন ভালো দ্বীনদার ছেলের জন্য। যদি বলি আল্লাহ তেমন একটা ছেলের ও ব্যবস্তা করে দিয়েছেন। কিন্তু তার বাসা আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর তার বেতন ও অল্প। এদিকে আমি সচ্ছল
পরিবারে বড় হয়েছি। আমরা উচ্চ মধ্যবিও আর ওনারা মধ্যবিও বলা যায়।। কিন্তু ওনার আব্বুর ব্যবসা। ঘরবাড়ি ও বানায়ছে। মানে ওনার আব্বুর যেতষ্ট আছে। কিন্তু
ওনি সামন্য চাকরি করে এটা। আর দ্বীনদার ছেলে এটার পড়ালেখা ও কম বলা যায়, HSC দিয়েছে। ছেলে ভালো দ্বীনদার তাই আমি ওটাতেই রাজি। কিন্তু আব্বু আম্মু কিছুতে রাজি হচ্ছেনা। তারা এক ইন্জিনিয়ার ছেলেকে দিতে চাই। সেখানে আম্মু, আব্বু সবাই রাজি। তবে
ওনারা আমার উপর ছেড়ে দিয়েছে। মানে আমি যদি
বলি দ্বীনদার ছেলে ওটাকে দিয়ে দিবে। কিন্তু তারা সন্তুষ্ট থাকবেনা। সবাই এক দিকে আমি একদিকে আমি কি
করবো বুঝতেছিনা। ইস্তাখারা করেছি। তবুও বুঝে উঠতে পারছিনা। এই প্রস্তাবের অনেক অসুবিধা আমার সামনে তুলে ধরতেছে আম্মু আব্বু, যার কারণে আমার মন সংকোচিত হচ্ছে । দৃঢ় থাকতে পারছিনা।আরেকটা কথা যেহেতু আমি সচ্ছল পরিবার এ বড় হয়েছি। আর আমি অনেক স্বপ্ন ও লালন করেছি যেমন ওমরা করা সৌদি আরব এর প্রতিটা জায়গায় ঘুরা। আরো কত। ওই ছেলেকে বিয়ে করলে একটা স্বপ্ন ও পূরণ হবেনা। পরে কোনো সমস্যা হবে কিনা! পরে যদি ওনার বেতনে সন্তুষ্ট থাকতে না পারি,এখন মনে হচ্ছে পারবো। পরে কি হবে এটা ভাবতেছি,, ওনার থেকে আরো উচু বেতনে আব্বু রাজি হয়নি। এটাতে কিছুতে রাজি হবেনা,,বেতন সম্পর্কে এখনো জানেনা। আর আমি আমার আব্বু আম্মুর একটা মেয়ে তাই দূরে দিতে ও রাজিনা,, বলতেছে ওনারা মারা গেলে ও দেখতে আসতে পারবোনা। আর,, আমাকে কিছু দিতে চাইলে ও দিতে পারবেনা৷ ওই পরিবারে আমাকে জুলুম করলে ও আমাকে সাহায্য করতে পারবেনা। সবকিছুর পর ও মা,বাবার অবাধ্য হয়েই ওই ছেলেকে বিয়ে করতে চাচ্ছি,,, এটা কি করা ঠিক হবে।
,,আব্বু আম্মুর পছন্দ করা ছেলেকে বিয়ে করলে। যদিও ছেলে দ্বীনদার নাহ। কিন্ন্তু ছেলে ভালো। দায়িত্বশীল। প্রতিদিন নামাজ পড়ে নাহ। প্রকৃত ইলমটা নেই। নিজের মতো দ্বীন পালন করা যাবে। সে বিয়ের পর সে যেখানে চাকরি করে ওখানে নিয়ে যাবে
একা বাসা বাড়া করে রাখবে।। নিজের মতো দ্বীন পালন করতে ও বাঁধা নেই। আর তাদের পরিবার ছোট ও। তারা আমাদের আত্মাীয় ও বাসা ও কাছেই। এখন আমি কি সিদ্ধান্ত নিবো? যদি বলি,, আমার দ্বীনদার ছেলেকেই বিয়ে করার মন। সামন্য সুখের জন্য। আমার ওই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা!! রাসুল সল্লাল্লাহু আলাইহি তো বলেছেন দ্বীনদারীত্বকে প্রধান্য দিতে।
কিন্তু, আব্বু আম্মুর কথার বাইরে যেতে ও কেমন লাগতেছে। তবে আল্লাহর জন্য সব পারি।।
আমাকে বলুন আমার জন্য কোনটা ভালো হবে? আমাকে কিছু পরার্মশ দিন।।
আসসালামু আলাইকুম
জাযাকাল্লাহ খাইরান