১।স্ত্রী স্বামীকে গালি দেওয়ার উদ্দেশ্যে বেইমান বা কাফের ডাকলে রাগে।পরে স্বামী যদি বলে আমি তহ বেইমান বা কাফের, থাকিও না কাফের বা বেইমানের সাথে অভিমান বা রাগ করে এমন বললে কি কোন সমস্যা হবে?কাউকে কাফের পরিচয় দেওয়া যদি উদ্দেশ্য না হয় এমনিতে বকা দেওয়া উদ্দেশ্য হয় তাহলে?বিয়ে ঠিক থাকবে?
২।কাউকে জেনে না জেনে নাস্তিক বা কাফের ডাকলে কি কবিরা গুণাহ নাকি ঈমান চলে যায়?কথার কথায় বলে ফেললে?