উস্তায আমার বিয়ের দের বছর একটা বাচ্চাও আছে 2 মাসের। আমি বিয়ের আগে হেদায়ত প্রাপ্ত হয় আলহামদুলিল্লাহ।কিন্তু পরিবার আমাকে জোর করে ডিভোর্সি এক ছেলে,দীনদার ছেলে বলে বিয়ে দেয়।বিয়ের পর জানতে পারি তার আগের স্ত্রী থাকাতে সে পরকীয়া তে লিপ্ত ছিল যেকারনে তার আগের ডিভোর্স হয়ে। এটা জানার পর আমিও ডিভোর্স চাইছিলাম কিন্তু পরিবার আবার আমাকে জোর করে স্বামীর কাছে পাঠায়। আমার স্বামী ফরজ ও ঠিক মত আদায় করত না,এখনো করে না। তারপর আমি তাকে অনেক বুঝাইতাম ভাবছিলাম সে হয়তো হেদায়ত প্রাপ্ত হবে। কিন্তু বাচ্চা হওয়ার পর সে আমাকে স্ত্রী হিসেবে কোনো মূল্যই দেয় না,সে শুধু আমাকে সব কিছু নিয়ে খোটা দেয়,আমাকে সবসময় অপমান করে ছোট করে আমার দ্বীন প্র্যাকটিস নিয়েও কটূক্তি করে,কথায় কথায় গায়ে হাতও তোলে সব কিছু মিলিয়ে আমি এখন শারীরিক, মানসিক নির্যাতনের স্বীকার। অন্যদিকে নিজে হেদায়ত থেকে সরে যাচ্ছি দ্বীন থেকে মাহরুম হয়ে যাচ্ছি শুধু বেদ্বীন স্বামীর সঙ্গে থেকে। স্বামীকে অনেক ভাবে হেদায়েতে আনার চেষ্টা করতেছি, ইসলামিক বই পত্রও পড়ানোর চেষ্টা করতেছি, আইওএম ভর্তি করানোর চেষ্টা করছি কিন্তু সে কিছুই করবে না। তার নিজের যা ভালো লাগে তাই করে। এখন আমি কি করতে পারি????