আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাহতুহ।
উস্তাদ স্বপ্নটির ব্যাখ্যা জানালে মুনাসিব হতো।
১)স্বপ্নে একটি বড় জাহাজে বড় একটা আলমারি/ফ্রিজ উঠাচ্ছি এমন সময় খেয়াল করলাম জাহাজটি উত্তাল মাঝ সমুদ্রে আমি ফ্রিজ/আলমারিটি ব্যালেন্স করতে চাচ্ছিলাম আর অন্য দিকে জাহাজটিও নিয়ন্ত্রন হারাচ্ছিলো এমন সময় কেউ একজন এসে বলে জাহাজ টা নিয়ন্ত্রণ করো আগে ( মনে হচ্ছিল ঐ জাহাজ নিয়ন্ত্রণের দায়িত্ব আমার কাঁধে ) আমি হাতের আলমারিটি ছেড়ে জাহাজ নিয়ন্ত্রণের কথা ভাবছি এই উত্তাল সমুদ্রে আল্লাহ সাহায্য ছাড়া নিয়ন্ত্রন সম্ভব নয় তাই নামাজ পড়ে সাহায্য চাইতে হবে কিন্তু কোন দিক ফিরে নামাজ পরবো দিক দক্ষিণ বোঝা সম্ভব হচ্ছিলো কারন মাঝ সমুদ্রের চারি দিকে শুধু পানি যতদুর চোখ যায়। এমন সময় আমার স্মরনে আসে কুরআনে সুরা বাকারাহ,আয়াত ১১৫ এ উল্লেখিত
"যে দিকেই তোমরা মুখ ফিরাও না কেন, সেদিকই আল্লাহর দিক" এ-ই অংশ টুকু তারপর আমিসহ জাহাজে থাকা আর দু'জন কে নিয়ে তিনজন তিন দিকে ফিরে সিজদাহ্তে পড়ে যাই এক সাথে যেহেতু আমরা বুঝতে পারছিলাম না কোন দিক কিবলা তখন মনে হলো আস্তে আস্তে সমুদ্র শান্ত হয়ে আসছে জাহাজটিও নিয়ন্ত্রণে আসছে।এমন সময় দৃষ্টি একটু একটু করে জাহাজের যেখানে সিজদাহ্ দেয়া হচ্ছে ওখানে থেকে উপরে উঠে যাচ্ছে ড্রোন দিয়ে যেমন দেখা যা সেরকম কিন্তু তখন দেখলাম সেজদাহ অবস্থা যারা রয়েছে তারা তিনজনই পুরুষদের পোশাক পরা। তার পর ঘুম ভেঙে যায়।
২)স্বপ্নে দাড়িয়ে হাতি দেখার অর্থ কি।