আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই হুজুরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এখানে অতি কম সময়ের মধ্যে আমরা অনেক প্রশ্নের উত্তর পাই যেটা অন্য জায়গায় সম্ভব হয় না। আল্লাহ হুজুর এবং পুরো ইসলামিক অনলাইন মাদ্রাসার টিমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন।
আমার প্রশ্ন -
১. আমার মা বেশ কয় বছর আগে স্বপ্নে দেখেন যে সবাই বলতেছে আমাদের বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এটা শুনে স্বপ্নের মধ্যে আমার মা খুব তাড়াহুড়া করে তার সাথে দেখা করতে ঘর থেকে বের হন। বাড়ির আঙিনায় কল আছে। আমার মা দেখেন যাকে সবাই রাসুলুল্লাহ সাঃ বলছে তিনি সেখান থেকে অজু করে হেঁটে যাচ্ছেন। তাঁর স্বাস্থ্য ভালো, গরন সুঠাম, মধ্য বয়সি, চাপ দাড়ি ছিল, কাঁচা পাকা মিশ্রিত তবে তিনি খালি গায়ে ছিলেন এবং কাঁধের উপর একটা গামছার মত কাপড় ছিল। বুক ভরা পশম ছিল। মা তাকে দূর থেকে দেখেছেন তাই চেহারার আর বেশি বর্ণনা দিতে পারেন না। তিনি দূর থেকে আমার মায়ের দিকে একটু চোখ পড়াতে যখন নামিয়ে নেন। আমার মা উনাকে আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসুল আল্লাহ্ সালাম দেন তখন তখনই ঘুম ভেঙে যায়। আমার মা জানতে চাচ্ছেন তিনি কি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছেন? খালি গায়ে দেখেছেন বলে উনি সংশয়ে আছেন স্বপ্নের মধ্যে উনার অনুভূতি হয়েছে যে সেটাই সত্যি।
২. আরেকবার আমার মা স্বপ্নে দেখেন যে তিনটি কবর একসাথে এবং একটি সবুজ চাদর দিয়ে ঢাকা। অন্যগুলো অন্য চাদর দিয়ে ঢাকা। এটার কি ব্যাখ্যা হতে পারে?