১.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। স্ত্রীকে যদি স্বামী তালাকের পাওয়ার দেয়।তালাকের আলোচনা হচ্ছে মানে তাদের এমন স্থানে স্ত্রী যদি কেনায়া শব্দ বলে কিন্তু নিজের দিকে ইঙ্গিত না করে একদম বা আর কেনায়া শব্দ কি এসব ও না চেনে তাহলে কি বৈবাহিক কোন সমস্যা হয়?
স্ত্রী যদি স্বামী কে বলে,,,,, "তোমার সঙ্গে আর থাকা সম্ভব নয়,,,তোকে স্বামী বলতে লজ্জা হয়,,,,,
আমার তোর সাথে সম্পর্ক শেষ,,,
তোকে দেখলে শরির জ্বলে,,,,
তোর থেকে আলাদা হলাম
এগুলো স্ত্রী যদি স্বামী কে বলে তাহলে কি তাদের স্বামী স্ত্রী, সংসার করতে পারবে?
২.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। স্ত্রীকে যদি স্বামী তালাকের পাওয়ার দেয়।তালাকের আলোচনা হচ্ছে মানে তাদের এমন স্থানে স্ত্রী যদি কেনায়া শব্দ বলে কিন্তু নিজের দিকে ইঙ্গিত না করে এবং তালাকের চিন্তা আসলে না না করে মনে মনে মানে নিজের প্রতি চিন্তা আসলে না না করে মনে মনে বা চিন্তা আসলেও না দেয় যাতে বিবাহ না ভাঙে তাহলে বৈবাহিক কোন সমস্যা হয়?