আসসালামু আলাইকুম উস্তাজ,
৭ মাস আগে(জানুয়ারির শেষে) আমার বেবি হয়েছে আলহামদুলিল্লাহ । মে,জুলাই,আগস্ট ৩ মাসে ৩ বার খুব সামান্য করে ব্লিডিং হয়েছে যা ২-২.৫ দিন করে ছিলো,৩ দিন পূর্ণ হয়নি কোনবারই ।
২ সেপ্টেম্বর এক/দুই ফোঁটার মতন একবার হয়েছিল ।
আজ(২১ সেপ্টেম্বর) আবার একটু ব্লেডিং স্টার্ট হয়েছে,
১) এখন উস্তাজ আমি কি নামাজ চালিয়ে যাব নাকি ৩ দিন ওয়েট করতেই হবে ?
২) মাঝে ১৯ দিন গ্যাপ । তাহলে যদি এবার ৩ দিন এর বেশি থাকে তাহলে হায়েজ ধরতে পারব ?