আমাদের একটা রুমে নাপাকী পায়খানার মতো গন্ধ ছাড়ে, মানে রুম টায় ঢুকল গন্ধ পাওয়া যায়| বলা বাহুল্য যে ওই রুম এর পাশে পায়খানা ঘর, কিন্তু অন্য কোথাও গন্ধ টা আসে না , ওই রুম টাতেই গন্ধ পাওয়া যায় বেশি, যখন তখন,, সবসময় নয়,, অথচ ওই ঘরে আমরা নামাজ আদায় করি, কুরআন তেলওয়াত করি,
এটা কেনো হয় ,,, এবং কী করণীয়