জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا. اَلْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ، وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ، اَلتَّقْوَى هَاهُنَا - وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ - بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ: دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ»
অনুবাদ:
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা পরস্পরে হিংসা করো না, বাড়তি দামে কেনাবেচা করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না এবং একে অপরের কেনাবেচার ওপর বিক্রি করো না। তোমরা আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হও। মুসলমান হলো মুসলমানের ভাই। সে তার ওপর জুলুম করে না, তাকে হেয় প্রতিপন্ন করে না, তাকে অপমান করে না। তাকওয়া এখানে (তিনি তাঁর বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন)। মানুষের জন্য এতটুকুই মন্দ যে সে তার মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করে। প্রত্যেক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত, সম্পদ ও ইজ্জত হারাম।”
(সহিহ মুসলিম, হাদীস: ২৫৬৪)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি যদি আল্লাহর কাছে নিজের জন্য ও যাকে গালি দিয়েছে, তার জন্য ক্ষমা চায়,সেক্ষেত্রে আল্লাহ তায়ালা তাকে মাফ করে দিবেন।
দোষী ব্যক্তিকে এর জন্য আখেরাতে কোন জিজ্ঞাসাবাদ করা হবে না,এর জন্য কোনো হিসাব নেয়া হবে না।