আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রায় ৪ বছর যাবত আমার বোনের জাদু সংক্রান্ত সমস্যা রয়েছে। আব্বু চায় আপুকে কবিরাজ দিয়ে চিকিৎসা করাতে। কিন্তু যেহেতু অধিকাংশ কবিরাজ কুফুরীর আশ্রয় নেয় তাই আমরা এটাতে রাজি হই নি । আপু বেশ কয়েকবার রুকইয়াহ করিয়েছে কিন্তু আমল ঠিক রাখতে পারে নি বিভিন্ন সমস্যায়। আব্বু রুকইয়াহ চিকিৎসা দ্বারা সুস্থতা আসবে এটা বিশ্বাস করে না। এতে কি তার ঈমানে কোনো সমস্যা হবে?