আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মাগরিব এর সালাত পড়ার সময় 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা না পড়েই রুকু সিজদা করে ফেলেছি। আমি ভেবেছিলাম অন্য সূরা মিলানো ওয়াজিব। তাই ভেবে আবার সাহু সিজদা ও দিয়েছি কিন্তু সাহু সিজদা আবার 1 বার সেজদা দিয়েছি। তারপর সালাত শেষ করেছি।
এখন এই সালাত কি বাতিল হয়ে গেছে ?এই অবস্থায় কি আবার সালাত আদায় করে নিবো ?