আমরা যখন হোটেল বা রেস্টুরেন্টে যাই, তখন অনেক সময় খাবারের পরিমাণ এত হয় যে খেয়ে শেষ করতে পারি না, তারপর আবার পার্সেল আনাও যাই না। এরকম অবস্থায় কি জোর করে খাবার খাওয়া উচিত নাকি রেখে আসায় ভালো? নিজের ক্ষমতার বাইরে গিয়ে খেলে তো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে নিজেকে কষ্ট দেওয়া কি ঠিক হবে ?