আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। অনেক আগে একটা প্রশ্নের উত্তরে বলা হয়েছিল গানের মধ্যে "তালাক" শব্দ থাকলেও এমনিতে গান গাওয়ার উদ্দেশ্য গাইলে তালাক হবে না যতটুকু মনে আছে।ভুলে ওই লাইনে শব্দ ওটা আছে মনে করে ওই শব্দ দিয়ে গান গাইলে পরে কিন্তু উদ্দেশ্য ওটা না বা এমনিতে নিজের মত করে কেউ গান বানিয়ে এমনিতে গাইলে তাহলে কি বৈবাহিক কোন সমস্যা হয়? উদ্দেশ্য গান গাওয়ার হলে শুধু??