আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। পূর্বে ২-৩ বছর পূর্বে এখানে কেনায়া তালাকের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল অনেক।এসব নিয়ে আবার এখন নানা রকম সন্দেহ আসলে মানে ঠিক ভাবে করা হয়েছিল কিনা,সবকিছু বুঝিয়ে লেখা হয়েছিল কিনা,ঠিক ভাবে বুঝেছে কিনা।এডিট ও করা হয়ে থাকবে অনেক। এসব নিয়ে এমন চিন্তা আসলে প্রশ্ন গুলো আবার খুজে খুজে আবার প্রশ্ন করতে হবে?? নাকি এসব চিন্তা বাদ দিতে হবে??এসব কি ওয়াসওয়াসা???
বার বার মনে আসে মনে হয় ইচ্ছে করে এসব প্রশ্ন নিয়ে আর খুজতেছে না।এক্ষেত্রে কি গুণাহ হবে আর না খুজে এভাবে চিন্তা বাদ দিলে??বিবাহিত জীবনে খুব ভালো আলহামদুলিল্লাহ। এসব নিয়ে চিন্তা আসার কারণ কি?