ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!ক
পার্লারে যেখানে বিয়ে, গায়ে হলুদ ইত্যাদির জন্য মহিলাদের সাজিয়ে দেওয়া হয়, পরচুলা লাগিয়ে দেওয়া হয়, তাহলে এমন অফিসে চাকুরী করা মাকরুহে তাহরিমী যা হারামের নিকটবর্তী।