আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ওবারকাতুহ
১. আমি রমজান মাসে বলেছিলাম আল্লাহ আমি আর ফেসবুক ব্যবহার করবো না তুমি আমাকে সাহায্য করো।( উদ্দেশ্য ছিল রমজান মাসটাই ব্যবহার করবো না।) তাহলে কি এখন আমি ফেসবুক ব্যবহার করতে পারবো?
২. ইউটিউবে ভিডিও দেখা এবং ফেসবুকে ইসলামিক গল্প পড়া নিয়ে আমি বলেছিলাম আল্লাহ আমি এগুলো আর করবো না । কিন্তু আমি করে ফেলেছি তাহলে কি আমার গুনাহ হয়েছে? গুনাহ মাফের জন্য কি কোনো কাফফারা দিতে হবে? ইসলামীক গল্প কি আমি আর পড়তে পারবো?
১. একজন ব্যক্তি জীবনে সবথেকে একটা মানুষকে বেশি কষ্ট দিয়েছে এবং তিনি মারাও গিয়েছেন এখন তিনি কি করতে পারেন উস্তায। আল্লাহর কাছে মাফ চাইলেন কি তিনি মাফ করবেন?